‘উন্নত জীবনের সোপান, পঞ্চাশে চবির পরিসংখ্যান’ এ স্লোগানে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করবে চবি পরিসংখ্যান বিভাগ। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী পালিত হবে এই অনুষ্ঠান।গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানান বিভাগটির সভাপতি প্রফেসর রোকনুজ্জামান আজাদ।
অনুষ্ঠানের প্রথমদিনে আনন্দ শোভাযাত্রা ও র্যালি চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়দিন চবি জারুলতলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীন– প্রবীন মিলে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এর আগে সকালে কেক কেটে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করা হয়। বিভাগের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদের সভাপতিত্বে এবং রেজিস্ট্রেশন উপকমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউছুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর মো. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য–সচিব প্রফেসর মো. এমদাদুল হক। অনুষ্ঠানে এলামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন শাহ আলম নিপু, প্রফেসর মো. ইমাম হোসেন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আহসানুল কবির হিমেল।










