অবৈধভাবে আর্থিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সিদ্ধান্তটি জানানো হয়। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে একটি ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।
সূত্র জানায়, জেরিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যাল প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি জীবিকা ভাতাদি পাবেন।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।