চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুটি আবাসিক হল শাহ্ জালাল ও শাহ্ আমানতে প্রক্টোডিয়াল বডির নেতৃত্বে তল্লাশি চালিয়েছে পুলিশ । এ সময় বহিরাগত ৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া তল্লাশি অভিযানে রামদা, রড, স্টাম্পসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম শিকদার।
শুক্রবার (২২ সেপ্টেম্বর ) রাত ১০টার থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ অভিযান চালিয়েছে পুলিশ।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেলে সংঘর্ষে লিপ্ত হয় সিক্সটি নাইন ও সিএফসির নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ জন আহত হয়েছে। বিকাল থেকেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।পরে প্রক্টোডিয়াল বডির নেতৃত্বে রাতে পুলিশ অভিযান চালায়।
তল্লাশি অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চট্টগ্রাম জেলা পুলিশের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ।