চবির ঝর্ণায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে জুনায়েদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জুনায়েদ নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে লাশ উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিস।

জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন।

এক পর্যায়ে বারোটার দিকে তারা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝর্ণা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও কোনো খোঁজ না পাওয়ায় তারা শহরে ফিরে যান।
নিখোঁজ জুনায়েদ নগরীর মহসীন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন একইসাথে ঘুরতে আসা নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিমন।

এরপর বিকেলে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে আসেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। তারপর অতিরিক্ত ডুবুরির সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পরবর্তী নিবন্ধআকবর শাহ থানার অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার