চবির গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য

এলামনাই এসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আসলাম চৌধুরী

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ১৮ জুলাই, ঈদ পুনর্মিলনী ৮ আগস্ট

জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় আগামী ১৮ জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চবি এলামনাই এসোসিয়েশন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী পিছিয়ে আগামী ৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অংশ নিবেন বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। আয়োজকরা বলছেন, এটি শুধু একটি উৎসব নয়, বরং প্রাক্তনদের ঐক্য ও চেতনার একটি প্রতীকী মিলনমেলা।

গত ২ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসোসিয়েশনের আহ্বায়ক মো. আসলাম চৌধুরী এফসিএ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি, চবি এলামনাই এসোসিয়েশন নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। বিভক্তি, মতানৈক্য ও বিভ্রান্তির চোরাবালিতে পড়ে আমাদের সম্মিলিত সম্ভাবনা থমকে গিয়েছিল। কিন্তু সময় এখন এক হওয়ার, গ্লানি ও বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়ার। দায়িত্ব গ্রহণের পরপরই আমি সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছি। কারণ আমি বিশ্বাস করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। আমাদের স্লোগান ‘ঐক্যই শক্তি, বিভাজন নয়।’ ঈদ পুনর্মিলনী প্রথমে ৪ জুলাই নির্ধারণ করা হয়েছিল। তবে বৃহৎ ঐক্য ও সবার অংশগ্রহণের স্বার্থে অনুষ্ঠানের সময় ৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে আগামী ১৮ জুলাই জুলাইআগস্টের আন্দোলনে শহিদ ও আহতদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নগরীর জিইসি কনভেনশন হলে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, এলামনাই আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, এম এ হালিম, ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুল হাসান হারুন, যুগ্ম সদস্য সচিব এম ডি ফখরুল ইসলাম, যুগ্মআহ্বায়ক দাউদ আব্দুল্লাহ লিটন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সোহরাব হোসেন সোহেল, মোহাম্মদ সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাইফুর রহমান শপথ, রেজোয়ান নূর সিদ্দিকী, রাশেদ আনোয়ার, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, আতিকুল্লাহ, মো. খোরশেদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২