‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অগ্রগতির জন্য যুব নেতৃত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদী উদ্ভাবনের প্রসার’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন। ৯ম বারের মতো এ সম্মেলনে সাতটি দেশের প্রতিনিধিসহ ৫০টি প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতকাল বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সম্মেলনে কার্যনির্বাহী সদস্য সুমাইয়া তাসনীম শিমুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রেসিডেন্সি এডুকেশন চট্টগ্রামের ভাইস প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন।
এবারের সম্মেলনে ১০টি কমিটি রয়েছে। এছাড়া তরুণ শিক্ষার্থীরা এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ৮টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করবে। প্রতিনিধিরা উপযুক্ত উদ্ভাবনী চিন্তাভাবনা ব্যবহারের মাধ্যমে সমাজে উন্নতি সাধন এবং সকলের জন্য সুযোগ সৃষ্টি করা, দীর্ঘমেয়াদী অর্থনীতির বিস্তার ও বিকাশে সম্ভাব্য বাধা উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সময়োপযোগী সমাধান নিরূপণ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করে।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমাদের এই তরুণ প্রজন্মের সামনে অপার সম্ভাবনা রয়েছে। তাদের হাতে পর্যাপ্ত সুযোগ রয়েছে। তারা আগামীতে সমাজ ও রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে। সিইউমানের মাধ্যমে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে কানেক্টিভিটি তৈরি করছে। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলবে।