চবিতে ২ বছর পর পরীক্ষা দিতে এসে আন্দোলনে শিক্ষার্থীরা

১১ জনকে অনুমতি না দেওয়ার জের

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

উপস্থিতির হার কম থাকায় ১১ জন শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি দেয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কর্তৃপক্ষ। প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রায় ২৫ মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাইকে পরীক্ষায় সুযোগ দিতে হবে। গতকাল সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, কয়েক দফা আন্দোলনের পর গত ১০ জানুয়ারি ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল বাংলা পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার দিন এসে শিক্ষার্থীরা জানতে পারেন, উপস্থিতির হার কম থাকায় বিভাগের সিদ্ধান্তে তাদের ১১ জন সহপাঠীকে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের আগের ব্যাচগুলোতে উপস্থিতির হার কম থাকলে জরিমানা নিয়ে পরীক্ষার অনুমতি দেওয়া হত। কিন্তু এখন কারো আবেদন বা জরিমানা কোনোটিই গ্রহণ করছে না কর্তৃপক্ষ। গত ১৮ জানুয়ারি ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরীক্ষার জন্য রাজি হলেও কর্তৃপক্ষ পরদিন সেটা নাকচ করে দেয়।
অপর এক শিক্ষার্থী বলেন, ২০১৭ সাল থেকে আমার মা অসুস্থ। পরিবারে কেউ না থাকায় আমাকে মায়ের দেখাশোনা করতে হত। আমি অনেক ক্লাস করেছিলাম। কিন্তু উপস্থিতির হার কম থাকায় আমাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। যদিও ২০১৯ সালের ডিসেম্বরে হাসপাতালের সার্টিফিকেটসহ যাবতীয় তথ্য সংযুক্ত করে আমি ইনস্টিটিউটের পরিচালক বরাবর আবেদন করেছি।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি অনেকে বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ইনস্টিটিউটের পরিচালকের কাছে তাদের পরীক্ষার বিষয়ে কথা বলেছি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আগামীতে অনুপস্থিত না থাকার বিষয়ে একটি মুচলেকা নিয়েছি আমরা। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ বলেন, পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি মিটিং করছে। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে ২৬৮ পরিবার পাবে ‘স্বপ্নবাড়ি’
পরবর্তী নিবন্ধটিপুসহ চার আসামির জামিন বাতিল কারাগারে প্রেরণ