চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় সম্পর্কে ‘ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট: বাংলাদেশ কনটেঙট’ শীর্ষক সেমিনার গতকাল রোববার জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস কনফারেন্স রুমে সম্পন্ন হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুনীর চৌধুরী। সায়েন্টিফিক সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সায়েন্টিফিক সোসাইটি‘র উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান ও প্রফেসর ড. লায়লা খালেদা।
মুনীর চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক থেকে রক্ষা পেতে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। দেশকে ভালোবেসে নিজের দেশমাতৃকার জন্য কাজ করতে হবে। জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌহিদ হোসেন বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিপন্ন পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপই পারে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ করতে। প্রসঙ্গত, চবি সায়েন্টিফিক সোসাইটি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় বিশেষভাবে ভূমিকা পালন করে। এজন্য বিভিন্ন সময়ে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে এই সংগঠন।