চবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

চবি প্রতিনিধি | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক অধ্যাপকের স্থায়ী বহিস্কারের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। ২ দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিস্কার এবং বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করা।

এছাড়া গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন অভিযোগ সেলের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করে। এই কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ড. জরিন আখতার। এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের কাছে অভিযুক্ত শিক্ষকের আইনানুগ বিচার দাবি করছি। আমাদের শিক্ষকের কাছ থেকে এরকম একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবো, এটা আমরা কখনও আশা করিনি। এর আগে রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে গত ১ ফেব্রুয়ারি উপাচার্য বরাবর অভিযোগপত্র দেন এক ছাত্রী। অভিযোগে বলা হয়, থিসিস চলাকালীন সুপারভাইজার (অধ্যাপক) কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিক্যাল দেয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। তবে অভিযুক্ত অধ্যাপক অভিযোগটি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
পরবর্তী নিবন্ধবইমেলার অদূরে সক্রিয় ছিনতাইকারীরা