চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মোবাইল চুরি করে পালানোর সময় চোরকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. কালু (২৫)। সে হাটহাজারীর সন্দ্বীপ পাড়ার নূর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলাওল হলের সামনের রাশেদ ভিলা কটেজ থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ধাওয়া করে কটেজের কয়েকজন বাসিন্দা।