চবিতে ভর্তির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণের দাবি

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণকে অন্যায্য দাবি করে ২০০ টাকা আবেদন ফি পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে চবি ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আজাদ হোসেন বলেন, সম্প্রতি প্রকাশিত ২০২৪২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রতি ইউনিট এবং উপইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফি’সহ) ১০০০ টাকা উল্লেখ করা হয়েছে। প্রতি ইউনিটে এক হাজার টাকা ফি নির্ধারণ কোনোভাবেই ন্যায্য হতে পারে না। এত টাকা ফি নির্ধারণ করার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাচ্ছি না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় পরিচালিত হয়। তাই বিশ্ববিদ্যালয়ে যাতে শ্রমিককৃষকমধ্যবিত্ত সকল শ্রেণিপেশার মানুষের সন্তানেরা ভর্তি হতে পারে তা আমাদের সবসময় নিশ্চিত করতে হবে। কিন্তু আজ আমরা দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার ফি ১০০০ টাকা নির্ধারণ করেছেন, যা শুধু অস্বাভাবিকই নয়, বরং জুলুম। আমরা অবিলম্বে এই ভর্তির আবেদন ফি ১০০০ টাকা বাতিল করে ২০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই বাণিজ্যের কেন্দ্র বানাতে আমরা দেব না। শিক্ষার বাণিজ্যিকীকরণের যেকোনো তৎপরতাকে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেত্রী কাবেরীকে কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে আবাসিক হোটেলে অভিযান, ১৩ নারী-পুরুষ আটক