চবি গ্রন্থাগার হলে গতকাল বৃহস্পতিবার ফেব্রুয়ারি ‘কনটেমপোরারি রিসার্চ এন্ড ইয়ুথ ফোরাম : ফিলিস্তিন সংকটের ইতিবৃত্ত ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন,ইসলামিক স্টাডি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আ.না.ম আব্দুল মাবুদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরে আলম, চমেক নবজাতক ও শিশু রোগ বিভাগের ডা. মোহাম্মদ আমির হোসেন, সংগঠক শাহজাহান আলী খান এবং আল–মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুষদের ডিরেক্টর ড. মোহাম্মদ মাঈনুদ্দিন।
বক্তারা ফিলিস্তিনের সংকটকে মানবতার সংকট বলে আখ্যায়িত করেন এবং এর সমাধানে মুসলমানদের ঐক্য অপরিহার্য বলেও মতামত ব্যক্ত করেন। অর্থনীতি বিভাগের ছাত্র আবরার গালিব অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।