চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হলো ফিন্যান্স বিভাগের ২৫তম ব্যাচের র্যাগ ডে। ‘হেমন্তের আবহে, পঁচিশের সমারোহে’–শ্লোগানে এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক লায়ন মোঃ হাকিম আলী গত ২১ নভেম্বর দুপুরে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নেছারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন, চবি ফিন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সালেহ জহুর, প্রফেসর এসএম নছরুল কদির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের হেড অফ সেলস (চট্টগ্রাম) আব্দুর রহিম, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) মো: আমান উল্লাহ চৌধুরীসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ হাকিম আলী বলেন, কাজকে সম্মান করতে হবে। কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। আপনারা একসময় বড় বড় কোম্পানির মালিক হবেন। বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা শিক্ষা আপনাদেরকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সভাপতির বক্তব্যে ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেছারুল করিম বলেন, আগামী দিনগুলোতে তোমাদের সততা ও কর্মঠের সাথে কাজ করতে হবে এবং ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্মান বজায় রাখতে হবে। এছাড়াও নিজ নিজ কর্মদ্বারা মানুষের সেবা করতে হবে। পরে ফাইন্যান্স বিভাগের আর্ট গ্যালারি উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












