চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু ৭ ফেব্রুয়ারি

চবি প্রতিনিধি | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি’ প্রতিপাদ্যে চবিতে আগামী ৭ থেকে ১০ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ৮ম আসর।

গতকাল রোববার সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সম্মেলনের মহাসচিব ও সিইউমুনার সভাপতি আব্দুল্লাহ আল জিদান।

উপস্থিত ছিলেন সম্মেলনের উপমহাসচিব তারিক মনোয়ার, মহাপরিচালক ইসফাকুল কবির আসিফ, চীফ অব স্টাপ ফজলুল কাদের চৌধুরী, চার্জ ডি অ্যাফেয়ার্স মাহমুদ হাসান আজাদ, ইউ এস জি অব মিডিয়া এন্ড ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আব্দুল্লাহ আল মুহাইমিন এবং ইনচার্জ অব মিডিয়া রেহনুমা তাবাসসুম।আব্দুল্লাহ আল জিদান বলেন, প্রতিকী জাতিসংঘ সংস্থা কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিকী জাতিসংঘ সম্মেলন ২০২৪ এর প্রতিনিধিদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আশা করছি এ সম্মেলন প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হবে। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রসিদ্ধ এ আন্তর্জাতিক সম্মেলনে এবার থাকছে ১০টি কমিটি। এসব কমিটিতে বিভিন্ন দেশের হয়ে তরুণ শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবেন। যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সুনীল অর্থনীতির বিস্তার ও এর টেকসই বিকাশে সম্ভাব্য বাধা উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সময়োপযোগী সমাধান নিরূপণ ও ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করবেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার