চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক পরীক্ষার্থী। এ সময় পরীক্ষার কক্ষ থেকে দৌড়ে পালিয়ে গিয়েছেন তিনি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে চবি ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত আছেন। গতকাল ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা শুরুর আধঘণ্টা পর মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখা যায় রফিকুলকে। বিষয়টি নজরে আসলে হল পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন ও সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন তাকে নকলের সময় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় মোবাইল রেখে কক্ষ থেকে পালিয়ে যান তিনি। পরে তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র সবকিছু জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে আমাদের এক কর্মচারী ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।