চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের সামনে থেকে ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সেটিকে গভীর পাহাড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা সাপটিকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের পাশে ড্রেনের মধ্যে একটি সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। সাথে সাথে সোসাইটি ফর স্ন্যাকস এন্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস গ্রুপের সদস্যদের খবর দেয়া হলে গ্রুপের কয়েকজন ভলান্টিয়ার এসে অজগরটি উদ্ধার করে।
এ বিষয়ে সাপ উদ্ধারকারীদের একজন রাতুল শাহরিয়ার প্রীতম বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হলের কাছ থেকে সাপটি উদ্ধার করি। এরপর সেটিকে পাহাড়ের ভিতরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।