চবিতে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধুনিক ভাষা ইন্সটিটিউটের (আইএমএল) উদ্যোগে দুই দিনব্যাপি আইএমএল আন্তর্জাতিক সম্মেলন-২০২৪ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভাষাগত স্থিতিশীলতা ও ভাষা শিক্ষা বিষয়ক এই সম্মেলন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৩নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল দশটা থেকে সম্মেলনটি শুরু হয়।

অনুষ্টানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে।

স্বাগত বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, ফেব্রুয়ারি মাস বাঙালির অহংকার। বিশ্বে মায়ের ভাষায় কথা বলার জন্য পৃথিবীতে আমাদের দেশের ছেলেরা রক্ত দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করছি। বাংলা ভাষা আমাদের অহংকার। বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষা পৃথিবীতে খুবই বিরল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি সপ্তম ভাষা হিসাবে আমরা বাংলা ভাষাকে প্রস্তাব করেছি।

পূর্ববর্তী নিবন্ধসারা বছর খেলার উপযোগী হচ্ছে হালিশহরের নীচু মাঠ
পরবর্তী নিবন্ধশবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য : চট্টগ্রামে সেই হুজুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি