চবিতে গবেষণা প্রস্তাবনা ও তহবিল নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গবেষণা অনুদান নিশ্চিতকরণ এবং আকর্ষণীয় গবেষণা প্রস্তাবনা লেখার কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার পাশাপাশি শিক্ষকগণের প্রস্তাবনা প্রস্তুত ও অনুদান পাওয়ার দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো গবেষণা ও টিচিং। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবারিত সুযোগ রয়েছে। এক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা লিখতে জানা এবং ফান্ড নিশ্চিত করাও জানতে হবে। গবেষণার ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না, চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিদ্যা শিখানোর জন্য নয়; প্রতিনিয়ত গবেষণা ও গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। নতুন নতুন জ্ঞান সৃজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সেশনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেএসরিলিফ (সৌদি আরব)-এর সিনিয়র অ্যাডভাইজর ড. মোহাম্মদ মিল্লাতমুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন। সঞ্চালনায় ছিলেন চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

কর্মশালায় রিসোর্স পারসন ড. মোহাম্মদ মিল্লাতমুস্তাফা গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কৌশল এবং সফলভাবে গ্রান্ট পাওয়ার জন্য একটি কার্যকর প্রস্তাবনা কীভাবে তৈরি করতে হয়্তসে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগবেষকরা এ সেশন থেকে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছেন বলে জানান আয়োজকরা। এসময় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পোর্ট সেক্টরে বিনিয়োগে আগ্রহ
পরবর্তী নিবন্ধনির্বাচনে গ্রাম পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে