চবিতে উন্নত ডাইনিং ও সমৃদ্ধ লাইব্রেরি চাই

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই তাদের ন্যায্য অধিকার ও মৌলিক চাহিদা সম্পর্কে সচেতন। এর মধ্যে ডাইনিং ও লাইব্রেরি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও একাডেমিক অগ্রগতির অপরিহার্য দুটি ক্ষেত্র। সুস্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা না থাকলে যেমন পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায় না, তেমনি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি ছাড়া মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশও তৈরি হয় না।

কিন্তু বাস্তবতায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানান অনিয়ম বিরাজ করছে। মানহীন খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, আসনসংকট ও সেবার ঘাটতি শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে লাইব্রেরি ও রিডিং রুমে পর্যাপ্ত বইয়ের অভাব, আধুনিক প্রযুক্তি সুবিধার স্বল্পতা, সময়োপযোগী পরিবেশের ঘাটতি এবং পাঠাগার পর্যাপ্ত সময় খোলা না থাকার কারণে শিক্ষার্থীদের একাডেমিক উন্নতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি সুস্পষ্ট ডাইনিং ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা, একই সঙ্গে লাইব্রেরিকে আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন, বইসমৃদ্ধ ও ব্যবহার বান্ধব করে গড়ে তোলা।

মুহাম্মদ রাশেদুল ইসলাম

ইসলামিক স্টাডিজ বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকবি কামিনী রায় : নারী শিক্ষার অগ্রদূত
পরবর্তী নিবন্ধঅপূর্ব শরৎকাল