চবিতে উদ্দীপ্ত বই বিনিময় উৎসব

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩য় বারের মত অনুষ্ঠিত হলো ‘উদ্দীপ্ত বই বিনিময় উৎসব২০২৪’। চবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে উৎসবের উদ্বোধন করেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপউপাচার্য (একাডেমিক) শিক্ষার্থীদের জন্য এ মহতি আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি ‘উদ্দীপ্ত বাংলাদেশ’ সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উৎসবে ‘উদ্দীপ্ত বাংলাদেশের’ সভাপতি হাসিবুল খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক জিয়াউদ্দীন সায়েম, যুগ্মআহ্বায়ক বিনয় সূত্রধর ও সদস্য সচিব লিপি আক্তার। উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি ইব্রাহীম চৌধুরী মুন্না এবং সাধারণ সম্পাদক শান্ত রেজা সাব্বির। বিকাল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজারের অধিক বই বিনিময় হয় এবং এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় পাঠকগণ তাদের যেকোনো পঠিত বই জমা দিয়ে সমান সংখ্যক পছন্দের বই সংগ্রহ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বায়েজিদ থানার মতবিনিময়