সরকারি চাকরিতে আদিবাসী শিক্ষার্থীদের কোটা পুনর্বহাল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি থেকে দ্রুত তাদের দাবি বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ইউসুফ রোমান বলেন, অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যেখানে সংবিধানে চাকরির কথা বলা হয়েছে সেখানে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দেশে সরকারি রেজিস্ট্রেশনে মোট প্রতিবন্ধীর সংখ্যা ২৭ হাজার। আমাদের কোটা বাতিল করলে একটা বৈষম্য করা হবে। আমরা খুবই কষ্টের মাধ্যমে পড়াশোনা করি। কিন্তু আমরা ভালো নেই। আমাদের চাকরি নেই। সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে অনগ্রসর মানুষদের জন্য চাকরির নিশ্চয়তার কথা বলা হয়েছে। তাই আমাদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, ১ম ও ২য় শ্রেণির চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহাল করতে হবে কেন না তারা অনগ্রসর জাতিগোষ্ঠী। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা হাস্যকর। আমরা আমাদের ৫ শতাংশ কোটা চাই।