চবিতে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করার নির্দেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত কর্মকর্তাকর্মচারীদের নিজ নিজ দপ্তরে নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অনুপস্থিত কর্মকর্তাকর্মচারীদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিস খোলা থাকাকালীন নির্ধারিত সময়ে (সকাল সাড়ে আটটা হতে বিকাল সাড়ে তিনটা) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য শেষে অফিস ত্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার নির্দেশ প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রধান তাদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়া আগামী মঙ্গলবার থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তাকর্মচারীদের নামের দৈনিক তালিকা প্রস্তুত করে চবির উপউপাচার্যের (প্রশাসন) দপ্তরে সকাল ১১টার মধ্যে প্রেরণ করার জন্য সকল অফিস প্রধানকে নির্দেশ প্রদান করা হলো।

পূর্ববর্তী নিবন্ধরক্তে মাদক পাওয়া গেলে চবির হলে মিলবে না আসন
পরবর্তী নিবন্ধচসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২১ সদস্যের কমিটি গঠন