চবিতে অনশনে ৯ শিক্ষার্থী

সাত দফা দাবি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয় শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই অনশন কর্মসূচি শুরু হয়।

অনশনরত বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জশদ জাকির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। যারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, তাদের এই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব।’

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন চবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জশদ জাকির, দপ্তর সম্পাদক নাঈম শাহ জান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মুগ্ধ, নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, চবি শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি সুদর্শন চাকমা, বাংলা বিভাগের ২০১৯২০ সেশনের শিক্ষার্থী ওমর সমুদ্র এবং স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১২২ সেশনের শিক্ষার্থী রাম্রা সাইন মারমা।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্যসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টরিয়াল বডিকে দায়ী করে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন।

পূর্ববর্তী নিবন্ধচাচার দায়ের কোপে প্রাণ গেল শিশুর
পরবর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবার গ্রেপ্তার প্লট দুর্নীতির মামলায়