চন্দ্রনাথ ধাম ও আদিনাথ মন্দিরে অদ্বৈত-অচ্যুত মিশনের চিকিৎসাসেবা

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ও মহেশখালীর আদিনাথ মন্দিরে শিবচতুর্দশীর মেলায় অদ্বৈতঅচ্যুত মিশন বাংলাদেশের উদ্যোগে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, তীর্থযাত্রীদের মন্দির পরিক্রমায় সহায়তা দান, পানিয় জলসেবা প্রদান করা হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের নির্দেশনায় মেলা চলাকালীন সময়ে এই সেবা প্রদানের জন্য তীর্থযাত্রী সেবাকেন্দ্র স্থাপন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী ও সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সমন্বয়কারী সহসম্পাদক শ্যামদাশ ধরের নেতৃত্বে গত ৮ ও ৯ মার্চ এই সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন অদ্বৈতঅচ্যুত চিকিৎসক ফোরামের ডা. অপূর্ব ধর, ডা. সুমন দাশ, ডা. বিদ্যুৎ দাশগুপ্ত, ডা. সঞ্জয় দাশ, ডা. শ্যামল সেন, ডা. দীপংকর দে, ডা. সুমন সহ চিকিৎসা সহায়করা। দুই তীর্থে দুইদিনে প্রায় আড়াই হাজার রোগীকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। মিশনের সাংগঠনিক সম্পাদক এড. সুজন কান্তি দে এর তত্ত্বাবধানে একঝাঁক তরুণ ভক্ত সেবক দেন জলসেবা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী সংস্কৃতি পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতি ও সংগীত সুন্দর সমাজ গঠনে অন্যতম নিয়ামক