সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শুরু হবে। এ উপলক্ষে স্থানীয় সদস্যবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা গত শুক্রবার অধ্যাপক সুনীল বন্ধু নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বিগত ২০২১ সালের মেলার কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। আসন্ন শিব চতুর্দশী মেলা ২৮ ফেব্রুয়ারী – ২রা মার্চ ও দোল পূর্ণিমা ১৭-১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
এতে আলোচনায় অংশ নেন দীপক ভট্টাচার্য, বাবুল কান্তি শর্ম্মা, প্রবীর দেবনাথ, সমীর কান্তি শর্ম্মা, তাপস চক্রবর্তী, দুলাল চন্দ্র দে, বিজয় ভট্টাচার্য, তপন চক্রবর্তী, গৌতম অধিকারী, পিন্টু ভট্টাচার্য, অলক ভট্টাচার্য প্রমুখ।