চন্দ্রঘোনা ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবে ৫ দিন

ড্রেজিংয়ের জন্য এমন উদ্যোগ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও রাঙামাটি থেকে বান্দরবান যাতায়াতের অন্যতম মাধ্যম ‘রাঙামাটিচন্দ্রঘোনা বাঙ্গালহালিয়াবান্দরবান সড়ক’। এই সড়কের চন্দ্রঘোনা ফেরি পারাপার বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিং কাজের জন্য ১৩ মে ভোর ৬ টা থেকে ১৮ মে ভোর ৫ টা পর্যন্ত ৫দিন ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। এসময় রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজ হয়ে কালিন্দী রাণী সড়ক পথে যাতায়াতের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশল দপ্তর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙামাটি সড়ক বিভাগাধীন রাঙামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়াবান্দরবান (আর১৬১) সড়কের ফেরি পারাপারের সুবিধার্থে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিংয়ের কাজ করা হবে। তাই আগামী ১৩ মে ভোট ৬ টা থেকে ১৮ মে ভোট ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ১৮ মে ভোর ৬ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়াবাঙ্গালহালিয়া (সুখবিলাস) সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করা যেতে পারে। কাজ সম্পাদনের ক্ষেত্রে অনিবার্য কারণবশতঃ অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সত্যতা নিশ্চিত করে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে রাঙামাটি কিংবা বান্দরবানসহ এসব এলাকার আশেপাশে যাতায়াতকারীদের পুরোপথ আনায়াসে আসা গেলেও কর্ণফুলী নদীর এই ফেরিঘাটে এসে পারাপারের জন্য অপেক্ষা করতে হয়। এতে দীর্ঘ ভোগান্তির পাশাপাশি নদীতে পানি বাড়লে কিংবা রক্ষণাবেক্ষণ কাজে প্রায়শই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তাই চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে যাতায়াতকারীরা। সংশ্লিষ্টরা ব্রিজ নির্মাণের জন্য নকশা প্রণয়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছেন বলে জানা যায়। দ্রুত ব্রিজ নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসএর দৃষ্টি আকর্ষণ করেছেন ভোগান্তিতে থাকা চালকযাত্রীসহ সাধারণ জনসাধারণ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার : পার্বত্য উপদেষ্টা