চন্দ্রঘোনায় ফুটবল টুর্নামেন্টে সালাহউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় তরুণ সংঘ আয়োজিত নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাপলা ছাত্র সংঘকে টাইব্রেকারে ৫৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সালাহউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ। চন্দ্রঘোনা ব্রীকফিল্ড মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ। বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং তরুন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এফ আই কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি রহমত উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট পটিয়ায় ক্রীড়া সংস্থার ক্যাম্প শুরু
পরবর্তী নিবন্ধরিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন