চন্দনাইশ বৈলতলী গ্রামে নিশ্চানন্দ স্বামীজীর ৮১তম তিরোধান মহোৎসব কাল

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ বৈলতলী গ্রামের নিশ্চল মঠে স্বামী নিশ্চানন্দ স্বামীজীর ৮১তম তিরোধান মহোৎসব ও অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ কাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে রয়েছেসকালে গীতা পাঠ, বিকালে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর স্বদেশ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ৪ মাস পর চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধধামা দিয়ে কুপিয়ে ছাত্রলীগ কর্মীকে রক্তাক্ত জখম