জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার শাখার কর্মী সম্মেলন গত ২৭ সেপ্টেম্বর গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর মাওলানা কাজী কুতুব উদ্দীনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা আয়ুব আলী, সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দীন, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মাওলানা আরিফুর রশি, মাওলানা আবদুল খালেক নেজামী, ছাত্র শিবিরের সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন, শফিউল ইসলাম, হারুনুর রশিদ, জমির আদনান, মোজাফ্ফর আহমদ, আবদুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল, কমরুদ্দীন সিকদার প্রমুখ। বক্তারা বলেন, অতীতের সরকার দেশের মানুষকে সকল প্রকার অধিকার বঞ্চিত করেছিলেন। ফলে মুক্তিকামী ছাত্র–জনতা তারেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। অসুস্থ সংস্কৃতিকে পরিবর্তন করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে জামায়াতে ইসলামী। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সবাইকে একযোগে কাজ আহবান জানান বক্তারা।