চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলার সূচিয়া সেবাশ্রমে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা আ. লীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অমিতাভ চৌধুরী টিটু, কাজল কান্তি বৈদ্য, ভব শংকর ধর, সন্তোষ কুমার দেব, বিকাশ চন্দ্র দে, সৈকত দাশ ইমন, সত্যপদ তালুকদার বাবলা, রূপক ঘোষ, সৌরভ দাশ শুভ, বাবলু দাশ, অজিৎ ব্যানার্জী। সঞ্চালনায় ছিলেন কৃষ্ণ চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই থেকে মোটরসাইকেল চুরি উদ্ধার হাটহাজারীতে
পরবর্তী নিবন্ধদুই মোটরসাইকেলের ‘রেসে’ ঝরল ৩ যুবকের প্রাণ