পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং গাছের পরিচর্যা কর্মসূচি। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’–প্রতিপাদ্যে খাগরিয়া ইউনিয়নে অবস্থিত শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত সোমবার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস এম আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন, মনছপ আলী। উল্লেখ্য, কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সামাজিক কেন্দ্র, রাস্তার পাশ ও উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে প্রায় ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।