চন্দনাইশ উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ উপজেলার দায়িত্বরত মেজর মো. নাফিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্তী, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে, প্রাক্তন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, বর্তমান সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক পলাশ কুসুম দত্ত, চন্দনাইশ পৌরসভা পূজা পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন চৌধুরী, দোহাজারী পৌরসভা পূজা পরিষদের সভাপতি ভবতোষ শীল, বৈলতলী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাস (চাবু), জোয়ারা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, বরমা ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি বিপ্লব চৌধুরী, হাসিমপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি মানস ধর (পেলে), কাঞ্চনাবাদ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি অলক দাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, ধোপাছড়ি ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি টিপু দে মেম্বার প্রমুখ। এছাড়াও সভায় প্রকল্প কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ১৩৩টি পূজা মন্দিরে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সাবির্ক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারি বরাদ্দকৃত ভোগ্যপণ্যগুলো সুষ্ঠুভাবে যাতে প্রত্যেক পূজা মন্দিরে বন্টন করা হয় সেক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চায়ের দোকানে হামলা ও ভাঙচুর
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গত এলাকায় প্রাইমারি চিকিৎসক সোসাইটির চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ