চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

একইদিন উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত অপর একটি পত্রে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চন্দনাইশ উপজলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর তার পদত্যাগপত্র প্রদান করেন। ওইদিন পদত্যাগপত্রের একটি কপি উপজলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের হাতে তুলে দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচবির ৩০০ আসন ফাঁকা, ৭ম মেধাতালিকা প্রকাশের দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন এম. মনজুর আলম