চন্দনাইশ ইপি চেয়ারম্যান নগরীতে গ্রেফতার

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আবদুর রহিমকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মুজিবুর রহমান। গত ৪ ফেব্রুয়ারি নগরীর খুলশী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ আবদুল রহিম দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া চট্টগ্রাম চন্দনাইশের ৪নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, তাকে পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মধ্যরাতে অবৈধ সেগুনকাঠ জব্দ
পরবর্তী নিবন্ধনগরী থেকে পটিয়া আ.লীগ নেতা জাফর চেয়ারম্যান গ্রেফতার