চন্দনাইশে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:২৩ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নুর জামাল (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে পুলিশ এ অভিযান চালায়।
দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবদুল হালিম জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে গতকাল রবিবার রাতে দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এক পর্যায়ে রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন কালো রংয়ের টাটা পিকআপকে সিগন্যাল দিয়ে থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপে বিশেষ ব্যবস্থায় রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানার বরইতলী এলাকার মো. নুর হোছাইনের পুত্র মো. নুর জামালকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ইয়াবা বহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. নুর জামাল একজন পেশাদার মাদক কারবারি।
আজ সোমবার (২২ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বন বিভাগের পাহাড়-টিলায় আগুন (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক অগ্নিকাণ্ড