চন্দনাইশে নিখোঁজের ১২ দিন পর মিনহাজুর রহমান নামে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ১২ দিন পর আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মোবাইল প্রযুক্তির সহায়তায় পুলিশ গতকাল ১৭ আগস্ট দুপুরে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড বদুর পাড়া এলাকার মো. মিজানুল হকের ছেলে জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান গত ৫ আগস্ট রাত ১০টার দিকে বাজারে গেলে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়–স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৪ আগস্ট চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর পুলিশ মোবাইল প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে। গতকাল রবিবার দুপুরে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মিজানুর রহমানকে তার পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।