চন্দনাইশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার ২টি স্কেভেটর জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদক উপকরণ। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ৪১ নং লট এলাহাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্কেভেটরের চালক পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ২টি স্কেভেটর জব্দ করা হয় এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (দা) ও নেশা জাতীয় দ্রব্যের উপকরণ উদ্ধার করা হয়।