চন্দনাইশে ১ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার-প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের। প্রতিদিনের মতো আজ রবিবারও (২ জানুয়ারি) অভিযান চালিয়ে ১ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বৈলতলী ও বরকল ইউনিয়নে পৃথক এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৈলতলী ও বরকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়।

এসময় নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ মোতাবেক ৮ ধারা ভঙ্গ করায় বৈলতলী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সায়েমকে ২ হাজার, একই ইউনিয়নের সদস্য পদপ্রার্থী নিজাম উদ্দিন নওশা মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একইদিন বরকল ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সানোয়ারা বেগমকে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ অনুসরণ করে বিধি মেনে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৩টি করাতকল বন্ধ ও জরিমানা
পরবর্তী নিবন্ধসিইসিসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি