চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. রবিউল ইসলাম (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ দল দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানাধীন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গতকাল বুধবার রাতে দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এসময় রাতে চট্টগ্রামমুখী একটি ডাম্পারে (নং-খুলনা মেট্রো-ট-১১-২১২৩) তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মাদক কারবারী সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার কামালনগর এলাকার মৃত মো. শহিদুল ইসলামের পুত্র মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ইয়াবাবহন কাজে ব্যবহৃত ডাম্পারটিও জব্দ করে পুলিশ।
এছাড়া, একইদিন রাতে পুলিশের অপরদল পৃথক অভিযান চালিয়ে চন্দনাইশের মাইগাতা এলাকার মৃত বিজয় বৈরাগীর পুত্র ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামী মিহির বৈরাগীকে(৪১) গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ধৃত আসামী রবিউল ও মিহির বৈরাগীকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।