চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম চৌধুরীর ২টি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আবদুর রহিম চৌধুরী বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নং বরকল ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহিম চৌধুরী। তিনি তার নির্বাচনী কার্যাদি সম্পাদনের জন্য ইউনিয়নের কানাইমাদারী ফকিরের টেক (দিঘীরপাড়) ও উত্তর বরকল হাদ্দার বটতল নামক স্থানে ২টি নির্বাচনী কার্যালয় চালু করেন। কিন্তু গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে ও রাত ৮টার দিকে দুটি অফিসেই হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এ সময় বাধা দিলে বেশ কয়েকজন সমর্থককে মারধর করে গুরুতর আহত করা হয়। অফিসের পোস্টার ও আসবাবপত্র তছনছ করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে ঘটনার দিন রাতেই আবদুর রহিম চৌধুরী বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. মনজু মিয়া জানান, বরকলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম বাদি হয়ে নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।