চন্দনাইশে চলন্ত সিএনজির ধাক্কায় ১ ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. বেলাল ভুইয়া (৩৫)। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সিএনজির ধাক্কায় আহত হওয়ার পর চমেক হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। উপজেলার গাছবাড়িয়া–বরকল–আনোয়ারা সড়কের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদকর্মী মো. ওমর ফারুক জানান, বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. বেলাল ভুইয়া (৩৮) গত রোববার রাতে মৌলভীবাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। এসময় গাছবাড়িয়া কলেজ গেইটমুখী একটি দ্রুতগতির সিএনজি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। গতকাল সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।