চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণ ইত্যাদি। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আবদুল জব্বার চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মিনহাজুল ইসলাম, ইউআসি ইনস্ট্রাকটর আকতার সানজিদা জাফর পপি, যুব উন্নয়ন অফিসার আ ন ম সালেহউদ্দীন, পল্লী উন্নয়ন অফিসার ইমরান হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, বিপিন চন্দ্র রায়, সঞ্চিতা বড়ুয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল, নুরুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ চৌধুরী, মাওলানা মো. আবদুর রহীম, কাঞ্চন সেন, তাইসান আলম, কৃষ্ণা দত্ত, মো. শোয়েব হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












