চন্দনাইশ উপজেলাধীন তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর (দিঘী) পীঠ মন্দিরের পূণ্যস্নান ও বার্ষিক মেলা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২০ ডিসেম্বর সকাল ১১টায় কমিটির সভাপতি হারাধন দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনায় আসন্ন বার্ষিক পূণ্যস্নান ও মেলা ২০২৫ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বার্ষিক পূণ্যস্নান ও মেলা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অতি উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বিজন ভট্টাচার্য্য, সিনিয়র সহ–সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, প্রদীপ দেব, পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, কিরণ তালুকদার, আশীষ দেব, মধুসুদন দত্ত ইউপি সদস্য, ডা. কাজল বৈদ্য, রুবেল দেব, ভবশংকর ধর, তরুণ দেব, তপন দেব, ঋষু মহাজন, নারায়ণ ধর, পুরণজিৎ ভট্টাচার্য্য, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর প্রমুখ। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শ্রীশ্রী শুক্লাম্বর দিঘী উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে ২০২৫ খ্রিস্টাব্দের পূণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে উপস্থিত সদস্যগণ আসন্ন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সামাজিক সকল সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।