চন্দনাইশে রাজ ধনেশের বাচ্চা উদ্ধার, জরিমানা

বিরল প্রজাতির পাখি

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির একটি বাচ্চাসহ একজনকে আটক করেছে বন বিভাগ। গত রোববার সন্ধ্যায় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংলারমুখ এলাকা থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীর নাম মো. ইমরান (২৭)। তিনি ওই এলাকার নাসির উদ্দীনের ছেলে। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির একটি বাচ্চা পাচারের উদ্দেশ্যে বাড়িতে রাখার খবর পেয়ে গত রোববার সন্ধ্যায় ধোপাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংলারমুখ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ইমরানের ঘরে তল্লাশি চালিয়ে ধনেশ পাখির বাচ্চাটি উদ্ধার করা হয়। এ সময় ইমরানকে আটক করে দোহাজারী রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। ধোপাছড়ি বিট অফিসার সুদত্ত চাকমা জানান, উদ্ধারকৃত ধনেশ পাখির বাচ্চাটির বয়স মাত্র ৬ দিন। এখনো চোখও ফুটেনি। এটির ওজন ৬০০ গ্রাম। ধনেশ পাখির বাচ্চাটি খুবই দুর্বল হয়ে পড়েছে। বাচ্চাটি গতকাল রাঙ্গুনিয়া এভিয়ারি ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাসহ বাচ্চাটি বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য পশুপাখি রক্ষা করা সকলের দায়িত্ব। বন্য পশুপাখি নিধনে জড়িতদের ২ বছরের জেলসহ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ধনেশ পাখিসহ আটককৃত ইমরান ভবিষ্যতে এই কাজে জড়িত থাকবে না মর্মে মুচলেকা দেয়ায় তাকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, বাংলাদেশে যে চার প্রজাতির ধনেশ পাখির দেখা মেলে তার মধ্যে রাজ ধনেশ অন্যতম। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের গহীন বনে এই প্রজাতির ধনেশ পাখির বসবাস। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় রাজ ধনেশ পাখিকে ‘সংকটাপন্ন’ তালিকাভুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদে গণহত্যা দিবস পালন
পরবর্তী নিবন্ধসংগীত সুস্থ ধারার সমাজ গঠনে ভূমিকা পালন করে