চন্দনাইশে মালিককে বেঁধে রেখে ৫ গরু লুট

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:৩২ অপরাহ্ণ

চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ফতেহনগর হিন্দুপাড়া থেকে রতন দে নামে একজনকে বেঁধে রেখে ৫টি গরু নিয়ে গেছে ডাকাত দল।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে জোয়ারা ইউনিয়নের ফতেহনগর হিন্দুপাড়ায় একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল রতন দেকে বেঁধে রেখে তার গোয়ালঘর থেকে ৫টি গরু নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।

গরু নিয়ে যাওয়ার বিষয়টি লোকমুখে শুনলেও এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করল আউয়াল কমিশন
পরবর্তী নিবন্ধমীর নাছির অসুস্থ, দোয়া কামনা