চন্দনাইশে ব্যাটারি রিকশাকে বাঁচাতে দুই বাসের সংঘর্ষ, আহত ৪

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে ব্যাটারিচালিত রিকশাকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস দুটি সড়কের দুপাশে কাত হয়ে যায়; তবে উল্টে না পড়ায় অল্পের জন্য রক্ষা পান বাসের যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাধীন সোনাই বটতলের টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় আঁধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেনমির কান্তি দাশ (৫০), বাপ্পী নাথ (৪৭), নয়ন (৩৮), ও মো. জসিম উদ্দীন (৪৭)। তাদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, বিপরীতমুখী পূরবী ও পূর্বানী পরিবহনের দুটি যাত্রীবাহী বাস সোনাই বটতলের টেকে পৌঁছলে দুটি বাসের সামনেই একটি ব্যাটারি রিকশা হঠাৎ মোড় ঘুরিয়ে ফেলে। এ সময় বাসের চালক রিকশাটি বাঁচানোর চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে পূরবী বাসের সামনের অংশের সাথে পূর্বানী বাসের পেছনের অংশের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর পূরবী বাসটি সড়কের পূর্বপাশে একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে। অপরদিকে পূর্বানী পরিবহনের বাসটি সড়কের পশ্চিম পাশে কাত হয়ে পড়ে। এতে পূরবী বাসের সম্মুখ অংশ এবং পূর্বানী বাসের পিছনের অংশ দুমড়েমুছড়ে যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্ঘটনার সময় বাসটি দুটি কাত হয়ে পড়লেও উল্টে না পড়ায় অল্পের জন্য উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী প্রাণে রক্ষা পান। তবে বাসের চালক হেলপারসহ কমপক্ষে ৪ জন গুরুতর আহত হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর বিলুপ্তির অধ্যাদেশে ১১ সংশোধন, শীর্ষ পদে আসবেন অভিজ্ঞরা
পরবর্তী নিবন্ধসাড়ে পাঁচ হাজার টিইইউএস ধারণক্ষমতা বাড়ল বন্দরে