চন্দনাইশ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাচারের সময় ১০৫ লিটার দেশীয় তৈরী পাহাড়ি চোলাই মদ উদ্ধার করেছে। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। গত শুক্রবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড জামিজুরী প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে পুলিশ এসব মদ উদ্ধার করে।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ মদ পাচারের সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে জামিজুরী প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজিতে করে পাচারের সময় ১০৫ লিটার দেশীয় তৈরীর পাহাড়ি চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৫২ হাজার ৫শ টাকা। এসময় মদ পাচারে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ড কোটারপাড়া এলাকার মৃত তুফান আলীর ছেলে মো. আলী হোসেন (৪০), মৃত আলী আকবরের ছেলে মো. আব্দুল খালেক (৪৪), সোনা মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০) এবং মৃত শফিউল আলমের ছেলে মো. সাকিব (১৯)। মদ পাচার কাজে নিয়োজিত নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ। এদিকে এর আগেরদিন রাতে উপজেলার বরকল মৌলভী বাজার এলাকা থেকে ৮৫ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজাসহ মো. হারুন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পৃথক অভিযানে মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথল ২টি মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।