চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন। গত মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুছ মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু বক্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউছুফ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সুমন, সুলতান সওদাগর, ফারুক মিয়া, ফারুক, শওকত, মোহাম্মদ জমিরুদ্দীন, মোহাম্মদ বাবু, নুরুল আমিন, মাহবুবুল আলম প্রমুখ।

লিফলেট বিতরণকালে আবদুস সালাম মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে রয়েছে একটি মুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ৩১ দফার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণের কাছে বিতরণ করা লিফলেট পড়লেই বুঝতে পারবে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না; বরং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে টেক্সি ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবালু উত্তোলন বন্ধে এবার সরফভাটায় মানববন্ধন