চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সাবিতুল আলম (৭)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে। জানা যায়, বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার প্রবাসী শামসুল আলমের ছেলে সাবিতুল আলম তার মায়ের সাথে ৫ দিন আগে চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার নানাবাড়ি বেড়াতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে সে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিশু সাবিতুলকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। নিহত শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।