চন্দনাইশে বজ্রপাতে একজনের মৃত্যু

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ২:৩৫ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় বজ্রপাতে মো. ইউনুছ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাগাচর এলাকার মিয়া হোসেনের ছেলে। শনিবার (১ এপ্রিল) সকালে শঙ্খ নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমিতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মো. ইউনুছ আহত হন। স্থানীয় শ্রমিকরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।